CSR Events

Free Medical Camp for Children
Free Medical Camp for Children
1st February, 2018

It was a great Medical camp for underprevileged family's children.

সুস্বাস্থ্য আমাদের প্রতিটা মানুষের কাম্য, প্রতিটা মানুষের অধিকার আছে সঠিক স্বাস্থ্যসেবা পাওয়ার বিশেষ করে অধিকার বঞ্চিত শিশুদের যারা ঠিকভাবে স্বাস্থ্যসেবা পায়না আর সেই চিন্তা থেকে আমরা #শিহরন_পরিবার তৃণমূল পর্যায়ে আয়োজন করছি একটি ফ্রি "মেডিকেল হেলথ ক্যাম্প ও ওষুধ বিতরণ" ক্যাম্পেইন। উক্ত ক্যাম্পেইন এ সার্বিক সহযোগিতা প্রদান করছে America Bangladesh Chamber of Commerce (ABCC), স্থানীয় সহযোগিতায় আছে ৩৬ নং ওয়ার্ড ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, নয়াটোলা ক্রীড়া সংঘ , ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, জিসকা ফার্...মাসিউটিক্যালস লি:, ওরিয়ন গ্রুপ, ইনসাফ বারাকাহ হাসপাতাল ও ডা-ভেন্ট ইভেন্ট ম্যানেজমেন্ট।

এই ক্যাম্পেইনে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সম্পূর্ন বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে এবং তার সাথে বিনামুল্যে ঔষুধ বিতরন করা হবে।ক্যাম্পেইনটি পরিচালনা করা হবে আগামী ১ই ফেব্রুয়ারি (বৃহস্পতিবার),২০১৮।

ফ্রি মেডিকেল ক্যাম্পেইন
তারিখ: ১ই ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০১৮
সময়: সকাল ৯ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত
স্থান: নয়াটোলা শিশু পার্ক,কাউন্সিলর এর কার্যালয়,মগবাজার, ঢাকা- ১২১৭

https://www.facebook.com/events/1953465868251570/